স্কুল ছাত্রকে পিষে দিল ট্রাক
মুক্ত অনলাইন ডেস্ক
ঘাতক ট্রাক পিষে দিল স্কুল ছাত্রকে। ফরিদপুরের সদরপুরে ট্রাকচাপায় নিহত ছাত্রের নাম মো. সজীব শেখ(১৭)। শুক্রবার সকাল ৯ টার দিকে সদরপুর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সজীব শেখ উপজেলার চন্দ্রপাড়া এলাকার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের খোকন শেখের পুত্র। এ ঘটনায় মো. তুহিন ও মনির শেখ নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তুহিন একই গ্রামের হারেজ শিকদারের ও মনির করিম শেখের ছেলে।
সদরপুর থানার ইন্সপেক্টর তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, চন্দ্রপাড়া থেকে সদরপুরগামী একটি ট্রাকের পিছনে মোটরসাইকেলে আসছিল সজীব, মো. তুহিন ও মনির শেখ। বেইলি ব্রিজ এলাকায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক সজীব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে সজীব নিহত হন।
মুক্ত প্রভাত/রাশিদুল