খালেদার চিকিৎসায় মেডিকেল বোর্ডে ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুুক্তির দাবি

0

মুক্ত অনলাইন ডেস্ক

বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে  তার ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্তির দিাবি জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, দলে পক্ষ থেকে চেয়ারপার্সনের ব্যক্তিগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম জানানো হয়েছিল। সেটা কারা কর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী।  চিকিৎসকদের মেডিকেল বোর্ডে রাখা হয়নি, যা বিদ্বেষপ্রসূত মনোভাবেরই বহিঃপ্রকাশ। তাছাড়া ব্যক্তিগত চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে তাকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। দীর্ঘদিন থেকে চিকিৎসা দেয়ায় তারা খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সে সম্পর্কে অবগত রয়েছেন।  তাই সরকার গঠিত মেডিকেল বোর্ডে ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তি করার দাবি জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.