আরও গভীর হচ্ছে বাংলাদেশের-ভারতের সম্পর্ক- হর্ষবর্ধন শ্রিংলা

0
মুক্ত অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেটি দিন দিন আরও গভীর হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা শুক্রবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের ২৫০ কক্ষ বিশিষ্ট ৫ তলা ভবন ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
 হর্ষবর্ধন বলেন, ‘বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধি অতীতে যে সম্পর্কের বীজ রোপণ করেছিলেন তা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’
এসময় বিশেষ অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের  সহ-সভাপতি শ্রীমদ ভক্তিপ্রিয়ম গধাঘর গোস্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা সুব্রত পুরকায়স্থ।
 মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.