বাংলাদেশের ভালো শুরু চান মাশরাফি
স্পোর্স্টস রিপোর্টার
আজ বিকালে শুরু হচ্ছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা মাঠে নামবে। ১৪ তম এই আসরে বাংলাদেশ যে ভালো কিছু করবে এমন প্রত্যাশা করতে পারেন সমর্থকরা। কারন ওয়ানডের এই সংস্কণেই তো সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। তারওপর আবার মাশরাফির মতো প্রবিণ ক্রিক্রেটারের নেতৃত্ব। সবমিলিয়ে অতিতের তুলনায় আরো ভালো করার প্রত্যাশা দলের।
অধিনায়ক মাশরাফি বলেছেন, প্রথম ম্যাচাট খুব গুরুত্বপূর্ণ । আসরে ভলো কিছু উপহার দিতে চাইলে অবশ্যই প্রথম ম্যাচটা ভলো খেলতে হবে। ট্রফি জয়ের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের পূর্বশর্ত ভালো শুরু পাওয়া।
দুবাইয়ে এশিয়া কাপের ট্রফি উন্মোচনের অনুষ্ঠান শেষে ছয় দলের অধিনায়কই সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, আজকের প্রথম ম্যাচের ভলো শুরুর প্রত্যাশা করছেন তিনি। প্রতিপক্ষ পরিচিত হলেও বুঝে শুনে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আজ শুরু হবে ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লঙ্কানদের প্রথম জয় পেয়ে সুপার ফোরের পথ পরিস্কার করতে হবে বাংলাদেশকে। তবে কোন কারনে পরিরিস্থতি পাল্টে গেলে আফগানদের বিরুদ্ধে পরবর্তী ২০ সেপ্টেম্বরের ম্যাচটিতে জয়ের বিকল্প থাকবেনা।
মুক্ত প্রভাত/রাশিদুল