যুক্তফ্রন্টের সাত দফা ঘোষনাপত্রে থাকছেনা খালেদার মুক্তির বিষয়
মুক্ত অনলাইন ডেস্ক
যুক্তফ্রন্টের সাত দফা ঘোষনাপত্র আজ শনিবার বিকেলে প্রেকাশ করা হবে। রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে এই ঘোষনাপত্র প্রকাশের নেতৃত্বে থাকছেন বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রধান বদরুদ্দোজা চৌধুরী।
এই ঘোষনাপত্রের সত দফার মূল দফ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরেপেক্ষ করার দাবি। তবে সাত দফার কোন দফাতের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয় থাকছেনা। এই বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং সংগঠনটির (জাতীয় যুক্তফ্রন্ট) অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
সাত দফা ঘোষনা পত্রের ব্যপারে মাহমুদুর রহমান মান্না বলেন- সাত দফার ঘোষনাপত্রে কি থাকবে তা নিয়ে বিভিন্ন ফোরামে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেইসব আলোচনার বিষয়বন্তুই থাকবে সাত দফার এই ঘোষণাপতত্রে।