বাংলাদেশ শিবিরে মালিঙ্গার জোড়া আঘাত

0

স্পোর্টস রিপোর্টার

প্রথম ওভারে মালিঙ্গার পর দুই বলে লিটন দাস আর শাকিবকে হারিয়ে বর সর ধাক্কা লেগেছে বাংলাদেশ শিবিরে। দলীয় ১ র‌ানের সময় শূণ্য হাতে ফিরে এই দুই ব্যাটসমান। এরপর পরের ওভারে মালিঙ্গার প্রথম বলেই হাতে আঘাত পেয়ে বিশ্রামে যান তামিম

প্রথমে টস জিতে বাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফির দল। শুরুতেই মালিঙ্গার বলে স্লিপে ক্যাচ দিয়ে ডেসিংরুমে ফিরেন ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। এরপরের বলেই ওয়ান ডাউনে নামা শাবিক বোল্ড হয়ে নিজের অধ্যায়ের সম্পাতি ঘটান।

এখন দলীয় ৩ রান নিয়ে ব্যাট করছেন মিঠুন ও মুসফিকুর রহিম

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.