স্যালুট তামিম ইকবাল
স্পোর্টস রিপোর্টার
তখন নবম উইকেটের পতন ঘটলো মুস্তাফিজের আউটের মাধ্যেমে। ক্রিকেট ভক্তরা তখন ইনিংস শেষ করেই দিয়েছিলেন। আর বুকচাপরে বলছিলেন আরএকটু বড় হলেই ভালো হতো। কিন্তু মুহুর্তেই বদলে গেল চিত্র। ব্যাট হাতে তামিম মাঠে হাজির। ক্রিকেট দুনিয়ায় অবাক করা এক গল্পের শুরু এখানে।
একহাতে ব্যাট চালালেন। ডান হাতে এক বল খেলে স্ট্রাইক দিলে মুশফিককে। বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে ব্যাথায় কাতর তামিম সঙ্গি হলেন মুশফিকের।
শুরুতেই লিটন শাকিবের আউট বরসর ধাক্কা দেয় বাংলাদেশকে। ওই পরিস্থিতি সামাল না দিতেই সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে গিয়ে বল লাগে তার গ্লাভসে। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে মুশফিককে সঙ্গ দিতে ঝুঁকি নিয়ে মাঠে নামেন তামিম।
ইএসপিএন ক্রিকইনফো বলছে, অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দেশের সফলতম এই ব্যাটসম্যানকে। সুতরাং ধরেই নেওয়া যায়, এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের জন্য।
মুক্ত প্রভাত/রাশিদুল