কুমিল্লায় চবিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি
কুমিল্লা শহরের একটি বিনোদন পার্কে (শুক্রবার) কুমিল্লায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্র–ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন ‘শাটল‘ এর কুমিল্লার চবিয়ান পরিবারিক মিলনমেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কুমিল্লা সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. আবু সালেহ সেলিম রেজা সৌরভ।
এবং অনুষ্ঠানের আহ্বায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহযোগী ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লায় কর্মরত শিক্ষক, আইনজীবি,ব্যাংকার সহ অন্যান্য পেশায় নিয়োজিত চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ের দুইশতাধিক সাবেক ছাত্র–ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে ছিল পরিচয় পর্ব, ক্যাম্পাসে জীবেনর স্মৃতিচারণ করেন বক্তরা। সন্ধ্যায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় চবিবিয়ান পারিবারিক মিলনমেলা।
কুমিল্লার চবিয়ান পরিবারিক মিলনমেলা ২০১৮ ইং এর আহ্বায়ক ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন ” চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্কের উন্নয়ন, বিভিন্ন জনহিতকর কাজে অগ্রণী ভূমিকা পালন এবং চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহযোগিতা করতে ‘শাটল‘ সংগঠনে আমরা একত্রিত‘।
মুক্ত প্রভাত/রাশিদুল