জাতীয় পার্টির নেতা-কর্মীর আ’লীগে যোগদান
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের আর্দশে অনুপ্রাণিত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এমজি মোস্তফা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনসহ কয়েক হাজার কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধার আগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কও সিদ্দিক শ্যামল, অধ্যক্ষ সারওয়ার হায়াত খান প্রমুখ।
মুক্ত প্রভাত/রাশিদুল