কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের কমিটি গঠন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান( থিয়েটার) ও সাধারণ সম্পাদক আদনান কবির সৈকত ( ডিবেটিং সোসাইটি) ।
রবিবার সকাল ১১ টায় বিএনসিসি প্লাটুনে ওবায়দুল হক অভির সঞ্চালনায় সাইয়েদ মাখদুল উল্যাহ এবং মাসুদ পারভেজ সবুজ এ কমিটি ঘোষণা করেন। এ কমিটি আগামী ৪ মাস দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্য হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন পলাশ (অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র) ও মো. সোহান শেখ (বিএনসিসি), যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইকবাল(অভয়ারণ্য) ও ওয়াসি মজুমদার (প্রতিবর্তন), অর্থ- সম্পাদক ফাহমিদ হাসান অনিক (আইটি সােসাইটি), দপ্তর সম্পাদক শতাব্দী জুবায়ের (অনুস্বার) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদ কাউসার জীবন (সায়েন্স ক্লাব)।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন-” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সম্বনয়ে গঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট একটি অরাজনৈতিক সংগঠন এবং এটি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।”এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল