বান্দরবানে উপকারভোগীরা পেলেন ভিজিডির খাদ্য শস্য
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে উপকারভোগীদের দেওয়া হলো মাসিক ভিজিডির খাদ্য শস্য। সোমবার সকালে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমার উপস্থিতিতে পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের মোট ৪৪৩ জন গরীব ও দুস্থ উপকারভোগীর মাঝে মাথা পিছু ৩০ কেজি করে ওই খাদ্য শস্য বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুয়ালক ইউপি মেম্বার শৈক্যহ্লা মারমা ও মহিলা ইউপি মেম্বার মাসাথুই মারমা প্রমুখ।
প্রতি মাসে সুয়ালক ইউনিয়ন পরিষদের আয়োজনে এই খাদ্য শস্য বিতরণ করা হয়।
চেয়ারম্যান বলেন, সরকার দেশের উন্নয়নের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও নানা রকম গ্রামীণ উন্নয়নমূলক কাজে গ্রামের বেকাদের কর্মমুখী করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য হাতে কলমে নানা রকম প্রশিক্ষণ প্রদান করে বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছে ।
মুক্ত প্রভাত/রাশিদুল