শহীদ স্মরণে কুবিতে বৃক্ষরােপণ

0

কুবি প্রতিনিধি

৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়াজন করে করা হয়। ‘প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ মূলমন্ত্রে উজ্জীবিত সংগঠন ‘অভয়ারণ্য’ স্লোগান নিয়ে সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় কাঁঠাল তলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তরা। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ‘অভয়ারণ্য’ সংগঠনের পক্ষ থেকে সবাইকে পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপণের আহবান করা হয়।”

 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.