পাটগ্রামে সহপাঠী হত্যার বিচার দাবি
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
সহপাঠি হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কবরস্থান বাজারে ওই কর্ম সূচি পালন করা হয়। এতে মোমিনপুর কুচলীবাড়ী উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মানিক হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা জলিল, কুচলিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহাগ হোসেন সাগর উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানা হত্যার মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, মোমিনপুর কুচলীবাড়ী উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন নগর দাখিল মাদ্রাসার
মুক্ত প্রভাত/রাশিদুল