তেলবাহী লড়িকে ট্রাকের ধাক্কা, বৃদ্ধের মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
ট্রাকের ধাক্কায় তেলবাহী লড়িতে থাকা রেজাউল হাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের হাজীর হাট এলাকায় ওই দুর্ঘটনা।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপরে রাজশাহী গামী একটি ট্রাকের চাকা পাঙ্গচার হলে বাঘাবাড়ীগামী তেলবাহী লড়িকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে লড়িটি সড়কের পাশের একটি ডোবায় পরে পানির নিচে ডুবে যায়। ওই লড়িতে থাকা বৃদ্ধ রেজাউল হাজী পানির নিচে আটকা পরে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন। নিহত রেজাউল হাজী রাজশাহীর শাহমুখদুম কলেজ এলাকার আফরিন তেল পাম্পের ম্যানেজার পদে চাকরি করছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল