লালপুরে ট্রেন থেকে চুরি করা তেলসহ তিন জন আটক
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩০ লিটার তেলসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৫।
বুধবার ভোড় ৩ টার দিকে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তেলসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- লালপুর উপজেলার বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮), কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
র্যাব-৫ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে বুধবার ভোড়ে আজিমনগর রেলষ্টেশন এলাকায় অভিযানতাদের আটক করা হয়।
এসময় ট্রেনের চোরাই জ্বালানী তেল পেট্রোল ৬০০ লিঃ, ডিজেল ২০০ লিঃ, কেরোসিন ৪০০ লিঃ, মবিল ১২০০ লিঃ, মিশ্রিত ১৩০ লিটার সহ মোট ২ হাজার ৫৩০ লিটার তেল উদ্ধার করা হয়। এঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল