৩৫ বছরে উন্নীত’র সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়স সিমা
মুক্ত অনলাইন ডেস্ক
বাংলাদেশ সাধারণ ছাত্রপরিষদ (কেন্দ্রীয় কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয় ১৯৯১ সালে। এরপর থেকে দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি পায়নি। তাই এবার চাকরিতে প্রবেশের বয়স সিমা ৩৫ করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন সঞ্জয় দাস, সবুজ ভূঁইয়া, হারুন-অর-রশিদ, কামরুন নাহার ঝুমা, রিপা ইসলাম, লিউনা হক, মারজুক হোসেন, তানভীর আহম্মেদ, বিশ্বাস বিনয়, বিজিত শিকদার, অনিন্দ রায় প্রমুখ।
মুক্ত প্রভাত/রাশিদুল