অভিষিক্ত রনির দুই উইকেট
মুক্ত অনলাইন ডেস্ক
শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বল করতে এসে আবুহায়দার রনি দুই বলে দুই বাউন্ডারি খেয়ে বসলেন। রনির এমন বাজে বোলিং ক্রিকেট ভক্তদের ভালো না লাগারই কথা। তবে দ্বিতীয় ওভারে চিত্রটা বদলে গেল। প্রথম বলেই মোহাম্মদ মিথুন হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ইহসানউল্লাহকে। তখন আফগানিস্তানের দলীয় রান ১০।
ষষ্ঠ ওভারে আবারা আফগান শিবিরে রনির দ্বিতীয় আঘাত। রনির শিকার হন রহমত শাহ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের দলীয় সংগ্রহ ১৭.৪ ওভারে ৬৪ রান।
মুক্ত প্রভাত/রাশিদুল