শাকিবের চার উইকেট

0
স্পোর্টস রিপোর্টার
অভিষিক্ত রনির জোড়া আঘাতের পর জ্বলে উঠলেন শাকিব। বল হাতে নিলেন চার উইকেট। দলের হাল ধরার চেষ্টা করা মোহাম্মদ শাহজাদকে ফেরান সাকিব আল হাসান। ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৭ রান করে ফিরেন আফগান ওপেনার।
এর পর আসগরকে বোল্ড করেন সাকিব। ১৬ বলে তিনি করেন ৮ রান। এসময় ১০৩ রান সংগ্রহ করে আফগানিস্তান।
এ অবস্থায় আফগান ব্যাটসম্যান হাশমতউল্লাহ নিজেকে ধরে খেলতে থাকেন। পঞ্চাশ ছুঁতে মোটে তিনটি বাউন্ডারি মারেন। তাকে সঙ্গ দিয়ে যান সামিউল্লাহ শেনওয়ারি। জুটি গড়ার চেষ্টা করেন তারা। আর বাংলাদেশের একটি উইকেটের প্রয়োজন ছিল। আর সে সময়ই উইকেট এনে দেন সাকিব। সামিউল্লাহ শেনওয়ারিকে বোল্ড করে জুটি ভাঙলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ৩১ বলে ১৮ রান করে ফিরেন সামিউল্লাহ। এসময় আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে  ১৪১ রান।
পঞ্চাশ করে হাশমতউল্লাহ যখন এগিয়ে যাচ্ছিলেন তখন রুবেল তাকে ব্রেক থ্র এনে দেন। ৫৮ রানে তাকে সাজঘরে পাঠান বাংলাদেশের এই পেসার।
পূণরায় জ্বলে উঠে সাকিবের বল। মোহাম্মদ নবীকে এলবিডাব্লিইয়ের ফাঁদে ফেলেন তিনি। ২৪ বলে ১০ রান করেন তিনি।  এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান। সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.