বন্দুকযুদ্ধে ইউপিডিএফের দুইজন নিহত
মুক্ত অনলাইন ডেস্ক
বেতছড়ি-মহালছড়ি সীমান্তবর্তী রামসুপারীপাড়া গ্রামে ইউপিডিএফ ও জেএসএস সংস্কার গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাঙ্গামাটির নানিয়ারচরে মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা।
স্থানীয়রা জানান, সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা একসময় জেএসএস সংস্কার গ্রুপে ছিলেন। তারা সম্প্রতি অস্ত্রসহ ইউপিডিএফএ যোগদান করেন।
গত মধ্যরাতে রামসুপারীপাড়ায় সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা অবস্থান করছেন এমন তথ্য পেয়ে জেএসএস কর্মীরা অবস্থান নেয়। তাদের অবস্থানের কথা জানতে পেরে সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে জেএসএস সংস্কারপন্থীরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা নিহত হন।
নানিয়ারচর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও জেসএসএস সংস্কার গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এ ঘটনায় ইউপিডিএফের দুইজন সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা নিহত হন। নানিয়ারচর-মহালছড়ি সীমান্তবর্তী হওয়ায় ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
মুক্ত প্রভাত/রাশিদুল