টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। গতকাল গ্রুফ পর্বের শেষ ম্যাচে অফগানিস্তানের সাথে বাজে হারে পর আজ ভালো শুরুর প্রত্যাশায় মাঠে নামছে টাইগাররা।
তবে দলে রয়েছে দুই পরিবর্তন। ফিরেছেন রান মেশিন মুশফিকুর রহিম ও কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। দল থেকে বাদ পরেছেন মমিনুল ও আবু হয়দার রনি।
মুক্ত প্রভাত/রাশিদুল