সাপের কামড়েই প্রাণ গেল ওঝার

0

লালপুর (নাটোর) সংবাদদাতা

তিনিতো নিজেই রোগীর বিষ নামিয়েছেন। জীবনে কতশত বিষধর সাপও বস করেছেন। কিন্তু কি ঘটলো এই সাপের ক্ষেত্রে। একই কৌশলে এই সাপটিও ধরতে চেয়েছিলেন সাপুরে আব্দুল মান্নান। কিন্তু একটি  সাপ তার বিশ্বস্ত হাতে ধরা পড়লেও একটি বিষধর সাপ তার হাতে কামরে দিল।

কামড় খেয়েই তিনি বুঝতে পারলেন ঝাঁড়ফুঁকে কাজ হবে। এ বিষ বড় মারত্মক। তাই স্থানীয়দের সহযোগীতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু বিষের তিব্রতা এতোই যে মাঝ পথেই প্রাণ হাড়াতে হলো ওঝা আব্দুল মান্নানকে।

নাটোরের লালপুর উপজেলার রড়িয়া গ্রামে সাপ ধরতে গিয়ে মান্নান (৫৫) নামের ওই ওঝার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আড়বাব ইউপি’র বরবড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মান্নন উপজেলার কেশাববাড়িয়া গ্রামের মৃত মানিক কুঁজের ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত সাপ ধরা ও সাপে কামরানো রোগীর কিকিৎসা করতেন আব্দুল মান্নান। শনিবার বরবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে সাপ ধরতে যান ওই ওঝা। এসময় একটি বিষধর কুলিন সাপ ধরা পড়ে মান্নান ওঝার হাতে। এসময় আরেকটি সাপ ধরতে গেলে মান্নান ওঝারর হাতে দংশন করে বিষধর সাপ। পরে স্থানীয়রা মান্নান ওঝাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বানেশ্বর নামক স্থানে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় কেশাবাড়িয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.