বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

0
মুক্ত অনলাইন ডেস্ক
বকেয়া বেতনের দাবিতে নিট এন্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা রবিবার সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। উত্তেজিত শ্রমিকরা মেট্রিক্স গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করে।
সকাল ১০টায় শুরু হওয়া অবরোধ  বেলা ১২টা পর্যন্ত চলছিলো। অবরোধে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শ্রমিকরা জানায়, গত কোরবানির ঈদের সময় ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বর মাসের শুরুতে পরিশোধের কথা থাকলেও এখনো তা দেয়া হয়নি। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।
শনিবার কারখানার পানি খেয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় তায়েরুনন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এসব ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর করে। এরই জেরে রবিবার সকালে আটটার দিকে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত রয়েছে। বিক্ষোভকারী শ্রমিকদের সমর্থনে আশপাশের কয়েকটি কারখানার হাজারো শ্রমিক রাস্তায় নেমে এসেছে। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.