দুই পুলিশ আত্মসাৎ করেছে ফেন্সিডিল- সাময়িক বরখাস্ত
মুক্ত অনলাইন ডেস্ক
মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করছে র্যাব-পুলিশ ও বিজিবি। আর এই উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ পুলিশের ২ কর্মকর্তা আত্মসাৎ করায় তাদের সাময়িক বহিষ্কার করেছে জেলা পুলিশ। বহিষ্কৃত পুলিশের ২ সদস্য হলেন এসআই আইনুল হক ও এএসআই বাবুল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, এসপি স্যার শনিবার রাতে এসআই আইনুল হক ও এএসআই বাবুলকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকেন। কেনো ডাকেন, তা বলতে পারবো না। আমি শুধু এসপি স্যারের নির্দেশক্রমে তাদেরকে পাঠাই। এরপর সেখানে কি হয়েছে তা আমি কিছুই বলতে পারবো না।
পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগ পাওয়ায় আইনুল ও বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে যদি কোন পুলিশ সদস্য এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়, তাহলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি সকল পুলিশ সদস্যকে সর্তক বার্তা দিয়ে বলেছি, এখন থেকে সঠিক দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালনে কেউ যদি অপকর্ম করে আর তা যদি প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল