বাসের ধাক্কায় পিতা-পুত্রসহ তিন প্রাণহানি

0
মুক্ত অনলাইন ডেস্ক
মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার বিকালে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া-ডাহুকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চারিতলা গ্রামের রুবেল মিয়া (৪০), তার পুত্র শাহরিয়ার (৪) এবং রুবেল মিয়ার শ্যালক একই উপজেলার মোজাফফরপুর গ্রামের রফিকুল ইসলাম (২৭)।
শিশু শাহরিয়ারকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জে আসার পথে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি  সংঘর্ষের হয়। এতে মারা যান তিনজন।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। বাসের চালক পলাতক।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.