বান্দরবানে নানা আয়োজনে মধু পূর্ণিমা পালিত
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে সমবেত হন।
পরে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জলন এবং মধু দান করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। বিকেলে হাজার প্রদীপ প্রজ্জ্বলন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণসহ পুজা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাদের মতে, পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক বুদ্ধের সেবাদান এবং বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পূণ্যময়।
মুক্ত প্রভাত/রাশিদুল