বান্দরবানে মুহাম্মদ কামাল হোসেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান,

বান্দরবান জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রোয়াংছড়ি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ কালাম হোসেন। তিনি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গঠিত জেলা বাছাই কমিটির বিবেচনায় জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে পার্বত্য জেলা পরিষদ সুত্র জানিয়েছে।

সুত্র জানায়, জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ কামাল হোসেন রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলায় কর্মরত থাকা অবস্থায় পাহাড়ী দুগর্ম এলাকাসমুহে জীবনের অতিঝুঁকি নিয়ে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং স্কুল শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকদের কার্যক্রমের উপর কঠোর নজরদারী রেখে আসছেন। তিনি গত ১৩ বছর ধরেই পাহাড়ের নানাস্থানে তাঁর উপর অর্পিত দায়িত্ব সমুহ যথাযথভাবে পালন করে যাচ্ছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.