শাকিব বিহীন বাংলাদেশ ব্যাটিংয়ে- রয়েছে তিন পরিবর্তন
স্পোর্টস রিপোর্টার
ইনজুরির কারণে দলে নেই শাকিব আলা হাসান। দলে রয়েছে আরো তিন পরিবর্তন।পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে।
দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। একাদশে জায়গা হয়েছে মুমিনুল হকে। সৌম্য সরকার ও রুবেল হোসেন আছেন। দলে নেই কোনো বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি দুই দলেরই বাঁচা মরার। আজকের ম্যাচে যে দল জিতবে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ফাইনালে।
বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সৌম্য সরকার, মেহেদী হাসান ও মুস্তাফিজ।
পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, জুনায়েদ খান, হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদি।
মুক্ত প্রভাত/রাশিদুল