বন্দুক যুদ্ধে যুবক নিহত
মুক্ত অনলাইন ডেস্ক
‘বন্দুকযুদ্ধে’ সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন এমন দাবি পুলিশের। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বুধবার রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় বসবাস করতেন। ওই এলাকায় তিনি ‘পিচ্চি সবুজ’ নামে পরিচিত। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির ও অস্ত্র আইনের দুটি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল