রংপুরের যুবলীগ সভাপতির মৃত্যু- ট্রাক জিপ সংঘর্ষ
মুক্ত অনলাইন ডেস্ক
ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে রংপুর যুবলীগের সভাপতি রংপুর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহত রাশেদুজ্জামান জুয়েল রংপুরের মুন্সিপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিঙ্ক রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, জুয়েল পাজেরো জিপে তার এক সহযোগীকে নিয়ে রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
তার জিপটি টাঙ্গাইলের ভূঞাপুরের লিঙ্ক রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে জুয়েল, তার সহযোগী ও জিপের চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল