মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী আটক- দুইজন গুলিবিদ্ধ
মুক্ত অনলাইন ডেস্ক
এক নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন, র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
র্যাব জানায়- চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কারটি না থামিয়ে র্যাব সদস্যদের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।এসময় র্যাবও পাল্টা গুলি করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়।
প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ দুইজন হলেন- কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল