শনিবার জনসভা হবে- মির্জা ফখরুল

0

মুক্ত অনলাইন ডেস্ক

জনসভা আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদন নয়। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে। সেখান থেকে বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মসূচির ঘোষণা আসবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দলের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নাসিম সাহেব (মোহাম্মদ নাসিম) এক সভায় বলেছেন, রাজপথে, গলিতে যেখানে পাবা সেখানে আটকে দাও। সেখান থেকে যেন বিএনপি বেরিয়ে আসতে না পারে। আর জাহাঙ্গীর কবির নানক বলছেন, হাত-পা ভেঙে দাও। এই তো হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা। জনগণ বিবেচনা করবে সংঘাত-সহিংসতা কারা শুরু করে।

’তিনি বলেন, ‘আমরা জনসভা করতে চেয়েছিলাম ২৭ তারিখে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ২৭ তারিখ করা ঠিক হবে না। ২৯ তারিখ শনিবার ছুটির দিনে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেন। সে জন্য আমরা ২৯ তারিখে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন বলা হচ্ছে, সেদিন নাকি আওয়ামী লীগের কোনো এক মতবিনিময়সভা আছে। এটা সম্ভবত মহানগর নাট্যমঞ্চে। বহু দূরে এই মতবিনিময়সভা। তার সঙ্গে আমাদের জনসভার সম্পর্ক বা বিরোধ কোথায় সেটা আমরা বুঝতে পারছি না।’ সূত্র কালে কন্ঠ

 মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.