প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন,রোহিঙ্গা ইস্যুতে তার অণুকরণীয় দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব, ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শাখা ছাত্রলীগ এই মিছিল করে। আনন্দ মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক এবং পার্শ্ববর্তী সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়।

এই সময় উপস্থত ছিলেন, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিভিন্ন হল শাখা ও বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থী।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.