বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বিএনপি’র ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

0
মুক্ত অনলাইন ডেস্ক
বিভিন্ন ধরণের ২৩টি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদসহ ১২ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকার রাস্তার পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০টি চকলেট বম, ২টি পেট্রোল বোমা ও ১টি বারুদ ভর্তি টিনের বাক্স।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, বুল্লা বাজার এলাকায় ৬০/৭০ জন লোক নশকতার পরিকল্পনা করতে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় লাখাই থানার এসআই আবুল বাশার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.