আগ্নেয়াস্ত্র-মাদকসহ স্বামী স্ত্রী আটক
মুক্ত অনলাইন ডেস্ক
আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বুধবার মধ্যরাতে নীলফামারীর ডোমার উপজেলা শহরের ছোটরাউতা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলা শহরের ছোটরাউতা গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী রূপা বেগম (৩৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকছেদ আলী জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড কার্তুজ, এক বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর রহমানের বিরুদ্ধে ডোমার থানায় অস্ত্র ও মাদকসহ ১৩টি এবং রূপা বেগমের বিরুদ্ধে ১৫টি মাদকের মামলা রয়েছে। তাদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল