মিরাজ লিটনের শত রানের জুটি, শত রানের অপেক্ষায় লিটন
মুক্ত অনলাইন ডেস্ক
যা কেউ ভাবেনি আজ সেই কাজটিই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে লিটন দাসের সাথে ওপেনিং করছেন মেহেদি মিরাজ। ৫৩ বলে ২৮ রান করে লিটন দাসকে বেশ ভালই সঙ্গ দিচ্ছেন তিনি। লিটন দাসের ব্যক্তিগত সংগ্রহ ৬৫ বলে ৮৫ রান। এই সংবাদ লেখা পর্যন্ত তাদের এই ওপেনিং জুটিতে এসেছে দলীয় রান১০৮ রান। ওভার ১৯।
এর আগে স্বপ্নের ফাইনালে ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে দিয়েছে। শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে।
এই স্টেডিয়ামের পিচটি ব্যাটিংয়ের পক্ষে। তাই আগে যে ব্যাট করবে তাদের জন্য এটা ভালো হবে। দুদেশের মধ্যকার ম্যাসটি সরাসরি দেখাচ্ছে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি।
মুক্ত প্রভাত/রাশিদুল