আওয়ামী লীগ সরকার সরকার গঠন করলে আরো উন্নয়ন হবে- ডেপুটি স্পিকার

0

সাঘাটা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের চারতালা নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রামনগর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিশুদের মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকদের যন্তশীল হবে। তিনি আরো বলেন, দেশবরন্য অধিকাংশ ব্যক্তিরাই গ্রাম থেকে উঠে এসেছে। বিগত দিনে গ্রামের এই সব স্কুলের উন্নয়নে সরকার অনেক কাজ করেছে। আগামীতে আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষা খাতে আরো বেশী বেশী উন্নয়ন হবে।

রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, শাহ মোঃ মোখলেছ প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.