গুরুদাসপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
পারিবারিক কলহের জেরে শামসুল দর্জিকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে তার ছেলে রুবেল (৩০)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত শামসুল দর্জির বাড়ি নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লায়।
ঘটনার পর থেকে রুবেল ও তার স্ত্রী রুপা পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে গতকালই ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, একই বাড়িতে নিহত শামসুল দর্জি ও তার ছেলে-ছেলের বউ বাস করতেন। ঘটনার দিন পুত্রবধূ রুপার সাথে শামসুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে রুবেল তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথরি কুপিয়ে যখম করে। এসময় স্থানীয়রা শামসুল দর্জিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শামসুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শামসুলের ছেলে রুবেল ও তার স্ত্রী রুপা বেগম পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
মুক্ত প্রভাত/ রাশিদুল