গুরুদাসপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

0

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে র‌্যালী ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সুজন, পেভ ও দি হাঙ্গার প্রজেক্টের যৌথ আয়োজনে গুরুদাসপুর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে থানা-শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপত্বিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যপক এ এইচ এম ইকরামুল হক খোকন, পিচ এ্যাম্বেসেডর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম প্রমূখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.