জয়পুরহাটে হাজতির মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
অসুস্থ হয়ে জয়পুরহাট জেলা কারাগারের বন্দি মামুনুর রশিদের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে।
জয়পুরহাট জেলা কারাগারের সুপার কাওয়ালিন নাহার জানান, চেক জালিয়াতি মামলার আসামি সদর উপজেলার জিতারপুর গ্রামের মামুনুর রশিদ গত ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে আসেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তিনি হঠাৎ করে অসুস্থ্য হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
মুক্ত প্রভাত/রাশিদুল