বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক বিশ্বাস (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের রাউথপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। কৌশিক ওই গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরির্দশক মীর মো. সাজেদুর রহমান জানান, কৌশিক পরিবারের সবার অজান্তে ঘরের মধ্যে টেলিভিশন চালু করতে গিয়ে বিদ্যুৎ বোর্ডের প্লাগে আঙুল ঢুকিয়ে দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
মুক্ত প্রভাত/রাশিদুল