জেলেদের হাতেই আটক হলেন ১২ জলদস্যু

0
মুক্ত অনলাইন ডেস্ক
একটি ট্রলারসহ ১২ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলার মনপুরা ইউনিয়নের জাগলার চরের মেঘনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দস্যুরা হলেন- মো. হাতেম (৪৮), মনিরুল ইসলাম (৩৫), শাহাদাত (৩৮), মোসলেহউদ্দিন (৪৫), ছাদেক (৪৯), নুরুউদ্দিন (৪০), আবুল হোসেন (৪৫), মফিজুল ইসলাম (৪৬), রফিজুল ইসলাম (৭৭), ইসমাইল (৪২), নুরইসলাম (৪৫), রহিম (১৯)। তাদের সবার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ৩নং চরগোড়া কাচা ইউনিয়নে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মেঘনায় মাছ শিকারকালে দুই ট্রলারে দস্যু বাহিনী হামলা চালায়। এসময় নদীতে থাকা জেলেরা ডাক-চিৎকার শুরু করে দস্যুদের পিছু নেয়। একপর্যায়ে মেঘনায় মাছ শিকারে থাকা রাসেদ মাঝি, হেজু মাঝি, লিটন-২, ইব্রাহীম মাঝিসহ কমপক্ষে ১৫ ট্রলার একত্রিত হয়ে দস্যুদের ধাওয়া করে। পরে ১২ দস্যুকে আটক করে কোস্টগার্ড ও পুলিশে সোপর্দ করে জেলেরা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, একটি ট্রলারসহ দস্যুদের কাছ থেকে একটি রাম দা, একটি ছুরি ও বিভিন্ন প্রকারের কাটা জাল জব্দ করা হয়। তবে আটকের পূর্বে দস্যু বাহিনী নদীতে দেশীয় অস্ত্র ফেলে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.