স্বার্থ নিয়ে রাজনীতি করি না- প্রধানমন্ত্রী

0
মুক্ত অনলাইন ডেস্ক
কিছু লোক আছে, যাদের উন্নতি দেখলে পছন্দ হয় না। নিজেদের স্বার্থ নিয়ে রাজনীতি করি না। মানুষের ভালোর জন্য রাজনীতি করি। প্রত্যেকের জীবন মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।
তাছাড়া রোহিঙ্গাদের ফিরাতে পৃথিবীর সব  স্থান থেকে চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শুধু আলোচনাই হচ্ছে না একটা চুক্তিও হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন- বিভিন্ন সমস্যা দূর করতেই সাইবার আইন করা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এবং এটাতে বিশ্বাস করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী নির্বাচন প্রশ্নে বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ নয় বরং উৎসাহ পেয়েছি। আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো কথা হয়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.