পায়ুপথে স্বর্ণের বার নিয়ে ধরা পরলেন জোরাকারবারি
মুক্ত অনলাইন ডেস্ক
বুধবার সকালে ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১২ পিস স্বর্ণের বারসহ শহিদুল্লাহ (৩২) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। আটক শহিদুল্লাহ কিশোরগনজ জেলার করিমজান্ড এলাকার আলতাফ উদ্দিনের ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে এক চোরাকারবারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন।
ওই সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল কাষ্টমস তল্লাশী কেন্দ্র থেকে শহিদুল্লাহ নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে তার শরীর এক্সরে করে পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে তিনি জানান। জব্দকৃত স্বর্ণসহ আটক শহিদুল্লাহকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল