মুন্সীগঞ্জে ভ্যানচালক খুন

0

মুক্ত অনলাইন ডেস্ক

অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিন্টু মিয়া (৩৫)। তিনি নয়াগাঁও এলাকার মোছলেম মিয়ার ছেলে। মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে রাস্তা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মন্টু মিয়া আটোরিক্সা নিয়ে বের হন। পরে সকালে তার লাশ পাওয়া যায়। মরদেহের বুকে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তার সঙ্গে থাকা টাকা এবং অটোরিক্সাটি ছিনতাইকারীরা নিয়ে গেছে।

বুধবার সকালে রাস্তায় লাশটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দুপুরে হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মন্টু মিয়া অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোটি লুট করে। দুর্বৃত্তরা তার বুকে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.