৩০ শতাংশ কোটার দাবিতে আন্দোলণ চলছে
মুক্ত অনলাইন ডেস্ক
৩০ শতাংশ কোটা রাখার দাবিতে আজ বৃহস্পতিবারও আন্দোলণ চলছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ এবং মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ কোটা রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক-মোড় অবরোধের ফলে সকাল থেকেই যানচলাচল অনেকটাই থমকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
মূলত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডাকে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও এতে মুক্তিযোদ্ধাদের পরিবারের অনেকে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধার সন্তানরা সেখানে কোটা বহালের দাবিতে মাটিতে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিচার, সরকারি চাকরিতে পরীক্ষার শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, কোটা আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ইত্যাদি দাবি নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সড়কে অবস্থান নিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, গতরাত থেকে তারা এখনও অবস্থান চালিয়ে যাচ্ছেন। যান চলাচল বন্ধ আছে, তবে কোনো গোলোযোগ হয়নি।-সুথ্য যুগান্তর
মুক্ত প্রভাত/রাশিদুল