ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬
মুক্ত অনলাইন ডেস্ক
উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা ও ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেলুন বিক্রেতা পাবনার সদর উপজেলার গোবিন্দা এলাকার শুকুর আলীর ছেলে মো. বাপ্পি (৩৫), ঈশ্বরদী শহরের পিয়ারাখালী মহল্লার ভোদনের ছেলে তুষার হোসেন (১০), রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলিম হোসেন (১২), নাসিম উদ্দিন খোকার ছেলে সোহান হোসেন (১২), ফারুক হোসেনের ছেলে ফরহাদ হোসেন, রুস্তম আলীর ছেলে রাব্বি (১২) ও মেহেদী হোসেনের ছেলে হাসান আলী (১২)। আহত বেলুন বিক্রেতা ও ৪ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা ২০১৮ শুরুর প্রস্তুতি চলছিল। প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণে এসে সমবেত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলায় বেলুন বিক্রির জন্য সকালে আসেন বাপ্পি। গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে তিনি তা বিক্রি করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা ও ৫ শিশু আহত হয়।
গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে মেলা প্রাঙ্গণে সমবেত মানুষ ভীত হয়ে ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত কয়েকজনকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুক্ত প্রভাত/রাশিদুল