কোস্টগার্ডের মাইক্রোবাসের চাপায় ছাত্র নিহত

0

মুক্ত অনলাইন ডেস্ক

কোস্টগার্ডের মাইক্রোবাসের চাপায় আরমান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী ব্রিজের (রূপসা সেতু) সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

আরমান রূপসা উপজেলার বাগমারা গ্রামের মো. শাহজাহানের ছেলে ও উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, দুপুর পৌঁনে ১টার দিকে আরমান হোসেন ও তার কয়েকজন বন্ধু বাইসাইকেলে রূপসা সেতু ঘুরতে যায়। তারা সেতুর সন্নিকটে মসজিদের সামনে পৌঁছালে মংলার দিক থেকে আসা কোস্টগার্ডের দ্রুতগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১২-৫৯২৭) পিছন দিক থেকে আরমানের সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কোস্টগার্ডের একটি মাইক্রোবাসের চাপায় আরমান নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। তবে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.