দুই বোনের মৃত্যু ট্রেনে কাটা পড়ে

0
মুক্ত অনলাইন ডেস্ক
ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে- বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পুষ্প আক্তার (১৩) ও শিরীনা আক্তার (১৪)। শিরীনা আক্তার মাদ্রাসায় এবং পুষ্প আক্তার স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেন শিমরাইলকান্দি এলাকা অতিক্রমকালে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পুষ্প ও শিরীনা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.