ধানক্ষেত থেকে দিনমজুরের লাশ উদ্ধার
মুক্ত অনলাইন ডেস্ক
আলম মিয়া (৩২) নামে এক দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে।
এ ব্যাপরে নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে। আটককৃতরা হল নিহত আলম মিয়ার চাচা মোতালেব মিয়া (৪৮) ও প্রতিবেশী মোহাম্মদ আলী (৩২)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের আজগর আলীর ছেলে মোঃ আলম (৩২) দিনমজুরের কাজ করতেন। গত বুধবার রাতে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নিয়ামতপুর বিলে মাছ ধরতে গেলে বিলের ধারে ধান ক্ষেতে আলমের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আলম মিয়ায় বাবা আজগর আলী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই মোতালেব মিয়া আলমকে হত্যা করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিয়োগে দুজনকে আটক করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল