গাজিপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাসা ভাড়া নেওয়ার কথা বলে গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেল গাজীপুর সিটি কর্পোরেশনের কোণাবাড়ি পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্ত্রীর নাম রিজিয়া খাতুন (৬০)। তিনি ওই এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোণাবাড়ি থানার ওসি মোঃ এমদাদ হোসেন জানান, গৃহকর্ত্রী রিজিয়া খাতুন তার মেয়ে নাজনীন আক্তার ও জামাতাকে নিয়ে ছয়তলা বাড়ির দোতলায় থাকেন। বুধবার দুপুরে নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে বাসায় এক ব্যক্তি আসেন।

ফ্ল্যাট পছন্দ হওয়ায় বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ওই ব্যক্তি ফ্ল্যাটের অগ্রিম ভাড়া দেওয়ার জন্য আবার ওই বাসায় যান। এ সময় নাজনীন ও তার স্বামী বাসায় ছিলেন না। কিছুক্ষণ পর নাজনীন বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা এবং মেঝেতে তার মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। নিহতের গলায়, হাতে, ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে মালামাল লুট করতে এসে এ খুনের ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে মালামাল লুট করতে চাইলে রিজিয়া খাতুন বাঁধা দেওয়ায় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রিজিয়াকে কুপিয়ে হত্যা করে ওই ব্যক্তি পালিয়ে গেছে। তবে হত্যাকারীর নাম ঠিকানা পাওয়া যায় নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মেয়ে নাজনীন আক্তার জানান, ওই ব্যক্তি বাসার নিচে গেলে তার মা বিষয়টি তাকে মোবাইল ফোনে জানায়। বাসার মেইন কলাবসেবল গেইট বন্ধ থাকায় তার মা রিজিয়া আক্তার ওই ব্যক্তিকে তালা খুলে বাসায় যাওয়ার জন্য দোতলা থেকে নিচে চাবি ফেলেন। ওই চাবি দিয়ে গেইট খুলে ওই ব্যক্তি দোতলায় বাসায় গিয়ে তার মাকে খুন করে পালিয়ে গিয়ে থাকতে পারে। বাসা থেকে কোন মালামাল খোয়া গেছে কিনা তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি নাজনীন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.